Atin Ghosh: ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন এ শহরের ডেপুটি মেয়র। ABP Ananda Live

ABP Ananda Live: সোমবার সকাল থেকেই কলকাতা শহরে একের পর এক দুর্ঘটনার খবর। মৃত্যুও হয়েছে একাধিক। আর তারই মধ্যে  ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন এ শহরের ডেপুটি মেয়র। অতীন ঘোষের গাড়িকে ধাক্কা মারে একটি সরকারি বাসই। 

উত্তর কলকাতার তালতলা মোড়ের কাছে অতীনের গাড়িকে ধাক্কা মারে একটি সরকারি বাস। ধাক্কায় তুবড়ে যায় ডেপুটি মেয়রের গাড়ির সামনের অংশ। পুরসভা সূত্রে খবর, পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে আসছিলেন তিনি। দুর্ঘটনায় কোনও শারীরিক ক্ষতি হয়নি ডেপুটি মেয়রের। 

 

 ভারত দখলের হুমকি দিয়ে এবার নিজের দেশেই বিমানঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশে কক্সবাজারে বিমানঘাঁটিতে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতী হামলায় মৃত ১ নাগরিক, বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর প্রকাশিত হয়েছে এই খবর। মৃতের মাথার পিছনে গভীর ক্ষত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

কী বলছে বাংলাদেশ

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, "কক্সবাজার বিমানঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু অপরাধী কক্সবাজার বিমান বাহিনীঘাঁটিতে হামলা চালায়। বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।" এর মধ্যে স্থানীয়রা পাথর ছুঁড়লে উভয় পক্ষেরই বেশকিছু জন আহত হয়। যার ফলে হিংসাত্মক রূপ নেয় সংঘর্ষ । তবে কতজন এখনও আহত হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ সঠিক সংখ্যা উল্লেখ করেনি। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola