DA Case : আজ হাইকোর্টে DA সংক্রান্ত আদালত অবমাননা-মামলার শুনানি

Continues below advertisement

আজ হাইকোর্টে DA সংক্রান্ত আদালত অবমাননা-মামলার শুনানি। দুপুর ২টোয় বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে শুনানি হবে। হাইকোর্টে মামলা দায়ের করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ ও ইউনিটি ফোরাম, সরকারি কর্মীদের এই ৩টি সংগঠন। আদালতের নির্দেশ অনুযায়ী DA না মেলায় আদালত অবমাননার মামলা দায়ের হয়। যদিও রাজ্য হলফনামা দিয়ে হাইকোর্টে জানিয়েছে, তারা এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram