Arms Recovery:ধর্মতলায় ১২০রাউন্ড কার্তুজ উদ্ধারকাণ্ডে নতুন তথ্য,কোথায় যাচ্ছিল বিপুল পরিমাণ কার্তুজ?

ABP Ananda live: ধর্মতলায় ১২০ রাউন্ড কার্তুজ উদ্ধারকাণ্ডে নতুন তথ্য । হলদিয়া থেকে আনা হচ্ছিল এই বিপুল পরিমাণ কার্তুজ। কোথায় যাচ্ছিল এই বিপুল পরিমাণ কার্তুজ? এই জোড়া প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এই বিপুল রাউন্ড কার্তুজ কে দিল ধৃত যুবক রামকৃষ্ণ মাঝিকে? কোথায় যাচ্ছিল এই বিপুল পরিমাণ কার্তুজ?

 

 

 

কালীঘাটে ASI-র গাড়িতে ধাক্কা বাংলাদেশি অনুপ্রবেশকারীর গাড়ির ! লাইসেন্স বের করতেই চাঞ্চল্যকর তথ্য..

 একদিকে, কলকাতার কালীঘাটে গাড়ি দুর্ঘটনার তদন্তে নেমে হদিশ মিলল বাংলাদেশি অনুপ্রবেশকারীর। অন্যদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেতে গিয়ে মুর্শিদাবাদের সীমান্তে হাতেনাতে পাকড়াও হল ৮ বাংলাদেশের নাগরিক। কাজের সন্ধানে নাকি অন্য কোনও কারণে এ পারে গা ঢাকা দিয়েছিলেন তারা? ভারত-বাংলাদেশ টানাপোড়েনের মাঝেই ফের একাধিক প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে।

কলকাতা থেকে জেলা, পুলিশের জালে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। কলকাতার কালীঘাটে,পথ দুর্ঘটনার তদন্তে নেমে এক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ।ধৃত আজাদ শেখকে আগামী ৩জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। এর পাশাপাশি, জাফার আলি শেখ নামে তাঁর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। ধৃতকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola