Kolkata Doctor Death Case:আর জি কর কাণ্ডের প্রতিবাদ,আজ রাজ্য জুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের প্রতিবাদ। আজ রাজ্য জুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের। সরকারি-বেসরকারি সব হাসপাতালেই পরিষেবা বন্ধের ডাক।
আগে দরকার চিকিৎসকদের সুরক্ষা। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করতে হবে। এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। এদিন NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকিট ইস্যু হলেও, বন্ধ ছিল আউটডোর পরিষেবা। আগামীকাল স্বাধীনতা দিবসের ছুটি। কবে আউটডোর খুলবে, তা জানা নেই। হয়রানি সত্ত্বেও এই প্রতিবাদে চিকিৎসকদের পাশেই আছেন রোগীরা।
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল CBI-এর বিশেষ দল। দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর, আজ শিয়ালদা আদালতে FIR জমা দিতে পারে CBI. পাশাপাশি, ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে তারা। RG কর মেডিক্যালে ঘটনাস্থলে যেতে পারেন CBI-এর মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। CBI সূত্রে খবর, খতিয়ে দেখা হবে নিহত মহিলা চিকিৎসকের মোবাইল ফোনের কল রেকর্ড। অন্যদিকে লালবাজার সূত্রে খবর, গতকালই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালের CC ক্যামেরার ফুটেজ, সাক্ষীদের বয়ান সংক্রান্ত আরও কিছু নথি আজ হস্তান্তরিত করা হবে।