RG kar Live: আরজি করের ঘটনায় পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন মমতা, করা হবে ফাঁসির আবেদন।

Continues below advertisement

RG Kar News: রবিবারের মধ্যে কেস সলভ করতে না পারলে CBI কে হস্তান্তর, যেই জড়িত থাক, তাকে শাস্তি পেতে হবে ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা ফাঁসির দাবি জানাব ওখানে সিকিওরিটি ছিল, তাও কী করে এমন ঘটনা ঘটল ভেবে পাচ্ছি না যে প্রথম পরিবারকে ফোন করেছিল, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে, রবিবারের মধ্যে মামলার কিনারা না করতে পারলে, সিবিআইকে দিয়ে দেব যদিও সিবিআই-এর সাফল্যের হার খুবই কম যত দ্রুত সম্ভব রহস্যের কিনারা করতে হবে,'মন্তব্য মমতার।  আরও খবর,  আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের আগে-পরের ঘটনাক্রম সাজাতে ভিডিওগ্রাফির সাহায্য নিচ্ছে লালবাজার। আজ ভোর ৪টে নাগাদ কলকাতা গোয়েন্দা পুলিশের একটি দল হাসপাতালে যায়। সেমিনার রুম ও চারতলার বাকি অংশের ভিডিওগ্রাফি করে তারা। সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের দল বেরিয়ে যায়। ইতিমধ্যেই চেস্ট মেডিসিন বিভাগের CC ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আজ ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে, চারতলার সেমিনার হলে যাবে ময়নাতদন্তকারী চিকিৎসকদের তিন সদস্যের দল। তারপর ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন কলকাতা পুলিশের অফিসাররা।  সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হাতে আসা পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখা হবে। পুলিশ সূত্রে দাবি, গ্রেফতারের পর সঞ্জয় রায়ের কাছ থেকে উদ্ধার হয় জুতো। তাতে রক্ত লেগে ছিল। সেই জুতো জোড়া বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ভয়ঙ্করকাণ্ড ঘটানোর পর প্রমাণ লোপাট করতে জামা ও বারমুডা ধুয়ে ফেলে সঞ্জয়। প্রশ্ন উঠছে, তাহলে কি ওই মহিলা চিকিৎসককে আগে থেকেই চিনত এই সিভিক ভলান্টিয়ার? আগে থেকেই তাঁকে টার্গেট করেছিল? বৃহস্পতিবার সবার নজর এড়িয়ে কী করে জরুরি বিভাগের চারতলায় পৌঁছে গেছিল সে? চেষ্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হল কি রেকি করেছিল? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram