Kunal Ghosh: 'বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বাংলাকে ছোট করার চেষ্টা হচ্ছে', কটাক্ষ কুণাল ঘোষের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE:  কলকাতা থেকে জেলা, শহর থেকে শহরতলি, হাওড়া থেকে হাবড়া, আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে জলপাইগুড়ি, স্বাধীনতার মধ্যরাতে রাস্তার দখল নেবে মেয়েরা। রাতের শহরে ভয়ে আর গুটিসুটি নয়, নির্ভয়-দিনের আহ্বান জানাবে বাংলার মেয়েরা। আর জি করের নির্যাতিতার জন্য ন্যায়ের দাবিতে পথে নামবে মেয়েরা। আর সেই উদ্যোগে সাড়া মিলছে ঘর ঘর থেকে। কোনও রাজনৈতিক রং নয়, আট থেকে আশির মেয়েরা নামবেন পথে। কিন্তু আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের 'রাত দখলে'র ডাক নিয়ে এরই মধ্যে তৃণমূলের ভিন্ন মত প্রকাশ্যে এসেছে। এই আন্দোলনকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। আন্দোলনের পিছনে সিপিএম-বিজেপির মদতের অভিযোগ করেছেন তিনি। অথচ তৃণমূলেরই প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায় নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনিও থাকছেন এই 'রাতদখলের' আন্দোলনে। 

আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা ছিল জোকা মেডিক্যালে। কিন্তু সেখানেও ডাক্তাররা আন্দোলনে সামিল হওয়ায় সিদ্ধান্ত বদল করে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। মাঝরাস্তায় চূড়ান্ত নাটক, সিবিআই-পুলিশের বচসা। 

বিচারের দাবিতে আজও উত্তাল আর জি কর মেডিক্যাল। হাসপাতাল চত্বরেই মিছিল জুনিয়র ডাক্তারদের। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে বিভাগীয় প্রধানকে ঘিরে বিক্ষোভ। পরিবারকে ফোন করে আত্মহত্যার তত্ত্ব দেওয়া হল কেন, প্রশ্ন আন্দোলনকারীদের। ভুল স্বীকার করলেন অরুণাভ দত্ত চৌধুরী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram