Durga Puja 2025: এবছরে ৫৩ বছরে পা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, পুজোর থিম আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির

ABP Ananda LIVE: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঢাকে কাঠছি পড়ল। এবছরে ৫৩ বছরে পা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। রবিবার খুঁটিপুজোর পাশাপাশি উদ্বোধন হয় পুজোর থিমও। আমেরিকার নিউ জার্সি স্বামী নিরায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। খুঁটি পুজোর অনুষ্ঠানে ছিল জায়েন্ট স্কিনের ব্যবস্থা। স্বামী নিরায়ণ অক্ষরধাম মন্দিরের ভিডিয়ো দেখানো হয় সেখানে। বারতের বাইরে বৃহত্তম হিন্দু মন্দির এটি। 

 

 

'অনুমতি নেই'। লেক মলের সামনে অভয়া মঞ্চের মিছিল আটকাল পুলিশ। গড়িয়াহাট থেকে এই মিছিল শুরু হয়েছিল। যাওয়ার কথা ছিল হাজরা পর্যন্ত। রাস্তাতেই বসে পড়েছেন বিক্ষোভকারীরা। অভয়া মঞ্চের এই মিছিলে যোগ দিয়েছে একাধিক গণ-সংগঠন। রাস্তাতেই চলছে গ্রাফিতি আঁকা। কিছুটা দূরেই দাঁড় করানো রয়েছে পুলিশের প্রিজন ভ্যান। সিনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে তাঁরা ব্যারিকেড ভেঙে এগোবেন না। কোনও রকম আইন ভাঙার কাজ করবেন না। রাস্তার মাঝখানেই বসে পড়েছেন তাঁরা। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। রয়েছেন মহিলা পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে 'ওপর থেকে অনুমতি নেই। মিছিল এগোতে দেওয়া যাবে না।' 

 

 

 

 

 

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola