Wetaher Report: রোদ ঝলমলে অষ্টমী, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নবমীতে বৃষ্টির পূর্বাভাস
Continues below advertisement
ABP Ananda Live: রোদ ঝলমলে অষ্টমী, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমীতে বৃষ্টির পূর্বাভাস। দশমী-একাদশীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।
আরও পড়ুন...
লাঠি খেলার মাধ্যমে ১০৭ বছরের পুরনো বাগবাজার সর্বজনীনের পুজোয় বীরাষ্টমী প্রথা পালন
অষ্টমীর সকাল মানেই মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি। কিন্তু বাগবাজার সর্বজনীনে অষ্টমীর সকালটা অন্যরকম। লাঠি খেলার মাধ্যমে ১০৭ বছরের পুরনো বাগবাজার সর্বজনীনের পুজোয় বীরাষ্টমী প্রথা পালন করা হয়। পরাধীন দেশে লাঠি এবং তলোয়ার খেলার মাধ্যমে শরীরচর্চা করতেন বিপ্লবীরা। পরে তা মাতৃ আরাধনার অঙ্গ হয়ে যায়। সেই প্রথা মেনে বাগবাজার সর্বজনীনে এবারও মহাষ্টমীতে আয়োজন করা হয়েছে লাঠি খেলার। কারও হাতে লাঠি, কারও হাতে আবার তলোয়ার। শারীরিক কসরতের মাধ্যমেই দেবী দুর্গাকে এখানে অঞ্জলি দেওয়া হয়।
Continues below advertisement
JOIN US ON
Continues below advertisement