Durga Puja: মহিলাদের জীবনে আকাঙ্খা, মুক্তির গল্প শোনাচ্ছে বাঘাযতীন তরুণ সংঘ তাঁদের ৭৫ বছর পুজোয়
ABP Ananda Live: শৃঙ্খলিত হাত ছাপিয়ে স্বপ্নের উড়ান। মহিলাদের জীবনে এই আকাঙ্খা, এই মুক্তির গল্প শোনাচ্ছে বাঘাযতীন তরুণ সংঘ তাঁদের ৭৫ বছর পুজোয়। গোটা মণ্ডপ জুড়ে এই যে বক্তব্য তা জোরদার হয়েছে। শৃঙ্খলিত হাত ও মানুষের হাত ধরে একেবারে মুক্ত হাওয়ায় উড়ে যাচ্ছে এবং তার সঙ্গে প্রচুর সেই উড়ে যাওয়ার অনুসঙ্গ মণ্ডপের বাইরের দিকে। থিমের নাম দেওয়া হয়েছে 'ইচ্ছে ডানা'।
এবার স্কুলেও থ্রেট কালচারের অভিযোগ উঠল। সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা পাপিয়া রায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
আর জি কর মেডিক্যালে চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনার পর, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটেই এবার স্কুলেও থ্রেট কালচারের অভিযোগ উঠল। সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন, কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা পাপিয়া রায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি।