Kolkata Fire: বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে ফের আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: কলকাতায় ফের অগ্নিকাণ্ড । বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে ফের আগুন । কালো ধোঁয়ায় ঢাকল এলাকা । ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
সোমবার নবান্নের বৈঠকে সরকারি জমি দখলমুক্ত করতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপরেই নড়েচড়ে বসেছে পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসন। সরকারি জমিকে দখল মুক্ত করতে টোল ফ্রি নম্বর চালু করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। যে কেউ এই নম্বর ফোন করে সরকারি জমি দখল সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। পাশপাশি সপকারি জমিতে গজিয়ে ওঠা একাধিক হোটেলেও হান দেয় পুলিশ। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর মদ। সরকারি জমির ফেন্সিং কেটে একের পর এক ধাবা গজিয়ে উঠেছে বলে, খবর প্রশাসন সূত্রে। অপরাধীদের রেয়াত করা হবে না বলে আশ্বাস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের। যদিও পুরোটাকে আই ওয়াশ বলে কটাক্ষ করেছে বিজেপি।
Continues below advertisement