Kolkata Fire : চাঁদনি চকে বহুতলে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা
চাঁদনি চকে ( Chandni Chawk Fire ) বহুতলে আগুন। বহুতলের নীচে দোকান, উপরে আবাসন, এলাকায় আতঙ্ক। বহুতল খালি করার জন্য মাইকে প্রচার পুলিশের। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। কোথায় আগুন, এখনও চিহ্নিত করা যায়নি।