Kolkata Fire Incident: রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড। চিনার পার্কে বহুতলে আগুন। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড। চিনার পার্কে বহুতলে আগুন। রাত ১২ নাগাদ আগুন লাগে ওই বহুতলের তৃতীয় তলায়। বিল্ডিং-এর একতলায় রয়েছে একটি বিউটি পার্লার ও ওপরের তিনটি তলায় চলে স্পা। বহুতলটি বন্ধ থাকায় জানলার কাচ ভেঙে চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল। লাগোয়া বিল্ডিং-এ আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ৩টি ইঞ্জিনের প্রায় দু'ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 

জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করতেই চড়া সুর কল্যাণের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণে তৃণমূল সাংসদ । 'কী এমন আন্দোলন হল যে ৫ কোটি টাকা তুলতে হল? আমরাও আন্দোলন করেছি, একটাও পয়সা তুলতে হয়নি। সিপিএম ঠিক এভাবেই করত। যারা কর্মবিরতিতে নেমেছিল, তারাই তো থ্রেট কালচার করছে', রিষড়ার সভায় আক্রমণে কল্যাণ।

মাসের শুরুতেও নিশানা করেছিলেন কল্যাণ। ১০ দফা দাবি না মান হলে মানুষকে পরিষেবা দেব না। এটাও থ্রেট কালচার।  কর্মবিরতি নিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিশানা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আড়াল থেকে রাজনীতি করার অভিযোগেও সরব হয়েছিলেন তিনি। পাল্টা জবাব দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেছিলেন, 'এটা কি আমরা আমাদের ব্য়ক্তিগত স্বার্থের জন্য় করছি কিছু? এখানে একটা সামগ্রিক হাসপাতালের সুরক্ষার একটা কথা বলা হয়েছে।' আর জি কর-কাণ্ডের পর বিভিন্ন মেডিক্য়াল কলেজে থ্রেট কালচারের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য়ে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram