Kolkata Fire : রাতের কলকাতায় অগ্নিকাণ্ড, চামড়ার গুদামে আগুন
Continues below advertisement
ABP Ananda Live: ফের রাতের কলকাতায় অগ্নিকাণ্ড। রাত ১২টা নাগাদ ট্যাংরার বিচালিঘাটে ক্যানাল সাউথ রোডে একটি চামড়ার গুদামে আগুন লাগে। গুদামে রং ও রাসায়নিক মজুত থাকায় দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। ভেঙে পড়ে গুদাম ঘরের টিনের ছাউনি শুরু করে দেওয়াল। এক-দেড়ঘণ্টার মধ্যে ভস্মীভূত হয়ে যায় গোটা গুদাম। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়ায়। অবশেষে দমকলের ১০টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর, রাজ্য জুড়ে শক্তির আরাধনা। কলকাতা থেকে কামাখ্যা। বীরভূম থেকে বারাসাত। কালীপুজো উপলক্ষ্যে দিকে দিকে সাড়ম্বর আয়োজন। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন।
Continues below advertisement