Fire News: তেরো বছরের মাথায় ফিরল আমরির ভয়াবহ স্মৃতি, শিয়ালদা ইএসআই-এ বিধ্বংসী আগুন

Continues below advertisement

ABP Ananda Live: তেরো বছরের মাথায় ফিরল আমরির ভয়াবহ সমৃতি। শিয়ালদা ইএসআই-এ বিধ্বংসী আগুন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু এক রোগীর, দাবি পরিবারের। আগুনের কারণে মৃত্যু নয়, দাবি হাসপাতালের। কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, শিয়ালদা ইএসআইয়ে দমবন্ধ হয়ে রোগীমৃত্যুর অভিযোগ। পুড়ে ছাই ওয়ার্ড। দীর্ঘক্ষণ গাছতলায় ঠায় রোগীদের। প্রশ্নে অগ্নিনির্বাপণ ব্যবস্থা।  ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। কাল সোদপুর থেকে ধর্মতলা ন্যায়বিচার যাত্রা। পরশু নাগরিক সমাজকে জমায়েতের ডাক। বার্তা মুখ্যমন্ত্রীকেও। ধর্মতলা থেকে শিলিগুড়ি, আমরণ অনশনের ১৪ দিন। কী হবে আন্দোলনের পরবর্তী রূপরেখা? ঠিক করতে আজ সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক জুনিয়রদের। কুণাল ঘোষ-নারায়ণ বন্দ্যোপাধ্যায় একান্ত বৈঠক ঘিরে তোলপাড়। শাসক নেতা ও প্রতিবাদী ডাক্তারের সাক্ষাতে সরব জুনিয়র থেকে সিনিয়ররা। রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে সিঙগুরে মিছিল শুভেনদুর। ফের নিশানা মমতাকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram