Kolkata Fire: বড়বাজারে ভয়াবহ আগুন, মৃত্যু ১৪ জনের, কী জানালেন সুকান্ত মজুমদার?

ABP Ananda Live: বড়বাজারে ভয়াবহ আগুন, মুহূর্তে গ্যাসচেম্বার হোটেল। অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিলের দায় কার? উঠছে একের পর এক প্রশ্ন। '৩ বছর আগে শেষবার দমকলের NOC নিয়েছিল হোটেল কর্তৃপক্ষ', ৩ বছর কীভাবে দমকলের NOC ছাড়াই চলছিল হোটেল? হোটেলে বেআইনিভাবে বার ও ডান্স ফ্লোর তৈরির অভিযোগ। কীভাবে হোটেলে বেআইনি নির্মাণ? কোথায় ছিল প্রশাসনের নজরদারি? কীভাবে ছাড়পত্র ছাড়াই পুলিশ-প্রশাসনের নাকের ডগায় চলছিল হোটেল? কীভাবে স্কুলের সামনে পানশালা, ডান্স ফ্লোর তৈরির অনুমতি? বার ও ডান্স ফ্লোরের জন্য বন্ধ ছিল হোটেলের দ্বিতীয় সিঁড়ি, অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। হোটেলে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করেনি, জানালেন DG ফায়ার। 

 

অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার পর জগন্নাথ মন্দিরের উদ্বোধন। দিঘা স্টেশনের কাছে ২০ একর জমিতে তৈরি জগন্নাথ মন্দির। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করেছে হিডকো। দিঘার জগন্নাথ মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola