Geeta Path: লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি, উপস্থিত থাকবেন শঙ্কারাচার্য সদানন্দ সরস্বতী, জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি
আগামীকাল ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে, গীতা পাঠ হবে, থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতে শুরু করেছে কলকাতায়। তাঁদের বিভিন্ন ধর্মশালায় রাখা হচ্ছে। রবিবার, সকাল থেকেই শুরু হবে অনুষ্ঠান। গীতার ৫টি অধ্যায় অনুষ্ঠানে পড়া হবে। উপস্থিত থাকবেন, দ্বারকার শঙ্কারাচার্য সদানন্দ সরস্বতী এবং পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি