Go Everywhere Tours & Travels :গান, সিনেমা, ভ্রমণ জমজমাট আড্ডা নিয়ে জমকালো সন্ধের আয়োজনে 'গো এভরিহোয়ার ট্য়ুরস অ্য়ান্ড ট্রাভেলস'

ABP Ananda LIVE : গান, সিনেমা, ভ্রমণ জমজমাট আড্ডা!!এমনই সুন্দর, জমকালো এক সন্ধের আয়োজন করল 'গো এভরিহোয়ার ট্য়ুরস অ্য়ান্ড ট্রাভেলস'। যার নাম দেওয়া হয়েছিল - বিশ্ব ভ্রমণ ও বাংলা সিনেমা এবং গানে গানে বিশ্ব ভ্রমণ সিজন ২। উপস্থিত ছিলেন টালিগঞ্জের অভিনেতা, পরিচালক-সহ বিশিষ্টরা।ছিলেন 'গো এভরিহোয়ার ট্য়ুরস অ্য়ান্ড ট্রাভেলসের' ব্র্য়ান্ড অ্য়াম্বাসাডার, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভয় পেয়েছেন', নবান্ন অভিযানের আগে বিস্ফোরক অভয়ার মা

'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভয় পেয়েছেন। আমরা তো অস্ত্র নিয়ে যাচ্ছি না, আমরা বিচারের দাবিতে যাচ্ছি। উনি ভয় পেয়েছেন, আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে থ্রেট কালচার চালু করেছেন। বিচারের দাবিতে আমাদের লড়াই চলতেই থাকবে। সিবিআই বলছে সঞ্জয় রায় একাই দোষী। আমরা বলেছি, দেশের ১৪০ কোটি মানুষকে যদি বিশ্বাস করাতে পারেন তাহলে আমরা মেনে নেব,' নবান্ন অভিযানের আগে বিস্ফোরক অভয়ার মা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola