Bowbazar News: বউবাজারে ফের বাড়ি বিপর্যয়, ঘটনাস্থলে KMRCL। বাড়ি ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা

Continues below advertisement

ABP Ananda LIVE: বউবাজারে ফের বাড়ি বিপর্যয়, ঘটনাস্থলে KMRCL। বাড়ি ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা KMRCL কর্তৃপক্ষের। মেট্রো চলাচলের জন্য এই দুর্ঘটনা, অভিযোগ পরিবারের। মেট্রো চলাচলের জন্য নয়, বাড়িটি দীর্ঘদিনের জীর্ণ অবস্থায় রয়েছে, পাল্টা দাবি KMRCL-র। ০৭.১২.২৫: ১৬০ নম্বর বি বি গাঙ্গুলি স্ট্রিটে ভেঙে পড়ে ছাদের একাংশ। বউবাজারে বাড়ির ছাদের একাংশ ভেঙে আহত ১। গতকালই ঘটনাস্থলে গিয়ে ক্ষোভের মুখে পড়েন মেট্রো আধিকারিকরা। 

 

সংসদে প্রধানমন্ত্রীর মুখে ‘বঙ্কিমদা’, 'অন্তত বাবু বলুন’ আপত্তি তুলে বললেন সৌগত, মোদির জবাব ...

'বন্দে মাতরম’-এর উপর লোকসভায় আলোচনা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে সোমবার ১০ ঘণ্টা বরাদ্দ রাখা হয়েছে আলোচনার জন্য। ভারতের ইতিহাস, স্বাধীনতা আন্দোলন, তাতে বাংলার অবদান নিয়ে কথা বলতে গিয়ে  প্রধানমন্ত্রী বন্দে মাতরম’-এর রচয়িতা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেন। এরপরই তা নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল সাংসদরা। মোদির কথার মাঝেই আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি সরাসরি বলেন, বঙ্কিমদা বলছেন কেনঅন্তত বাবু বলুন’। কয়েকবার বলার পর সৌগত রায়ের কথা শুনে থামেন প্রধানমন্ত্রী। বলেন, আমি আপনাকে দাদা বলে ডাকতে পারি, তাই না? নাকি এতেও আপনার আপত্তি আছে?” কিছুটা মজা করার সুরেই জবাব দেন প্রধানমন্ত্রী। সৌগত রায়কে বলেন, তিনি তাঁর ভাবনার সম্মান করেন। প্রধানমন্ত্রী তারপর  ‘বঙ্কিমবাবু’ বলে উল্লেখ করেন। এই বঙ্কিমদা’ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশে আক্রমণ শানান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola