Haridevpur Murder: প্রোমোটিংয়ে বাধা, মহিলাকে অ্যাসিড খাইয়ে মারার অভিযোগ হরিদেবপুরে
হরিদেবপুরে প্রোমোটিংয়ে বাধা দেওয়ায়, মহিলাকে অ্যাসিড খাইয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। হরিদেবপুর পূর্ব পাড়ায় বছর ৪৬-এর ওই মহিলার বাড়ি লাগোয়া মুদিখানার দোকান রয়েছে। এদিন সকালে ওই দোকানের সামনে থেকে মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, প্রোমোটিংয়ের জন্য জোর করে জমি লিখিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন পাশের আবাসনের কয়েকজন বাসিন্দা। রাজি না হওয়ায় মহিলাকে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। ৩ অভিযুক্তকে আটক করা হয়েছে। একজন পলাতক।