Chitpur : আজ থেকে চিত্‍পুর রেল ওভারব্রিজে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ

আজ থেকে চিত্‍পুর রেল ওভারব্রিজে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হল। নোটিস দিয়ে কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিত্‍পুরে রেল ওভারব্রিজের ওপর দিয়ে বাস চলাচল করতে পারবে না। তবে ছোট গাড়ি চলাচলে বাধা নেই। বাসের জন্য বিকল্প রুটও জানিয়েছে ট্রাফিক পুলিশ। জানানো হয়েছে, চিত্‍পুরগামী বাস পি কে মুখার্জি রোড ধরে যাবে। আর শ্যামবাজারমুখী বাস ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিটি রোড হয়ে লকগেট উড়ালপুল দিয়ে যাবে। দুপুর ১টার পর থেকে পরদিন ভোর ৫টার আগে পর্যন্ত শ্যামবাজারগমী বাস যাবে পাইকপাড়া হয়ে আরজি কর হাসপাতালের সামনে দিয়ে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola