Psychiatrists Reaction : দেড়ঘণ্টার চেষ্টাতেও শেষ রক্ষা হল না, রোগীর কার্নিসে চলে যাওয়া প্রসঙ্গে কী জানাচ্ছেন মনোবিদরা

Continues below advertisement

দেড়ঘণ্টার চেষ্টাতেও শেষ রক্ষা হল না। হাসপাতালে মজুত দমকল কর্মীরা। প্রস্তুত ছিল হাইড্রলিক ল্যাডার, জাল। সেই জাল পাতার আগেই ৮ তলার কার্নিস থেকে হাত ফসকে নীচে পড়ে গেলেন রোগী। মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে এই দৃশ্য দেখে মল্লিকবাজারের ওই রাস্তায় ভিড় জমে যায়। 

হাসপাতাল সূত্রে খবর, ওয়ার্ড বয়দের মারধর করে, তাঁদের হাত ছাড়িয়ে ৮ তলার জানলা গলে বেরিয়ে কার্নিসে চলে যান ওই রোগী। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান দমকল কর্মীরা। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে টানাপোড়েন।চিকিত্সকদের পাশাপাশি, রোগীর আত্মীয়দের এনেও বোঝানোর চেষ্টা হয়। জল, চকোলেট, বিস্কুট দেওয়ার কথা বলে উদ্ধারের চেষ্টা করেন দমকল কর্মীরা। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে কার্নিস ধরে ঝুলতে শুরু করেন ওই রোগী। শেষপর্যন্ত হাত ফসকে ৮ তলা থেকে নীচে পড়ে যান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram