Kolkata Iskon Rath: এবার, কলকাতার ইসকনের রথে ব্যবহৃত হল যুদ্ধবিমানের চাকা
ABP Ananda Live: পহেলগাঁও হত্যায় জবাবে অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সুখোই যুদ্ধবিমান। এবার, কলকাতার ইসকনের রথে ব্যবহৃত হল সেই যুদ্ধবিমানের চাকা। রথযাত্রার আগে যুদ্ধবিমান সুখোইয়ের ‘ফোর্থ জেনারেশন’-এর চাকা নিয়ে গড়াল কলকাতার ইসকনের রথ। আগামী ২৭ জুনও সেই চাকার ভরেই কলকাতা জুড়ে ঘুরবেন জগন্নাথ দেব।
রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ
অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে। এবং অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উপযুক্ত তথ্য-প্রমাণের সাহায্যে বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে। গরিব মানুষদের আইনের ওপর আস্থা তৈরি করা ও অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করে বার্তা দিলেন অমিত শাহ।
রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৮২ জন। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮৭, রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।