Job Seeker : চাকরি পেলে জামা কিনে দেবে বলেছিলে, সন্তানের কথা বলে কাঁদলেন আন্দোলনকারী চাকরিপ্রার্থী
এবারের পুজোও কি রাস্তাতেই কাটবে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ? চাকরির দাবিতে ৫৬০ দিনের বেশি গাঁধী মূর্তির নীচে এসএসসি চাকরি প্রার্থীরা । মাতঙ্গিনী মূর্তির নীচেও অবস্থানে চাকরিপ্রার্থীরা । "মা, তুমি বলেছিলে চাকরি পেলে ভাল দেখে জামা কিনে দেবে, কবে দেবে চাকরি। তুমি খালি বলো আজ দেবে, আজ দেবে। আজও তো দেয় না চাকরি।" কাঁদতে কাঁদতে সন্তানের আর্তির কথা বললেন আন্দোলনকারী চাকরিপ্রার্থী ।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Ssc Jobseeker