Kolkata: 'চক্রান্তকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?' নবম দশম মামলায় সিবিআইকে প্রশ্ন বিচারপতির
Continues below advertisement
'চক্রান্তকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?' নবম দশম মামলায় সিবিআইকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)। 'যাঁরা টাকা দিয়েছেন এবং নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?' 'আদালত (Calcutta High Court) বারবার এই ব্যক্তিকে, ওই ব্যক্তিকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জিজ্ঞাসা করছে' 'যাঁরা ওএমআর শিট বিকৃত করেছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?' নবম দশম মামলায় সিবিআইকে (CBI) প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'কেমন করে সিবিআই তদন্ত করবে, সে উপদেশ কেন আদালতকে বারবার দিতে হবে?' 'সিবিআই-কমিশন কীভাবে কাজ করবে, সেটা আদালতকে বারবার বলে দিতে হচ্ছে, এটা ভাল দেখায় না' নবম দশম মামলায় মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।
Continues below advertisement