ABP News

Kolkata: রবীন্দ্র সরোবরে চলছে বেআইনি নির্মাণ, বিক্ষোভ লেক লাভার্স অ্যাসোসিয়েশনের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda live: জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবরে চলছে বেআইনি নির্মাণ। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল লেক লাভার্স অ্যাসোসিয়েশন। সঙ্গে ছিলেন প্রাতর্ভ্রমণকারীরা। মেয়র জানিয়েছেন, কোনও নির্মাণকাজ হচ্ছে না। রক্ষণাবেক্ষণের কাজ হচছে। কয়েকটা টালি নড়ছিল, সেগুলো ফিক্স করতে বলা হয়েছে।

আরও খবর...

বিদ্বেষের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যত বাড়ছে ততই বাড়ছে মানবপাচারকারীর সংখ্যা। গত কয়েকদিনে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরায় জানা গেছে, এদের মধ্যে অনেকেই আগে বাংলাদেশে গুরু, চাল পাচার করত। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়তেই এরা মানবপাচারকারী হয়ে উঠেছে। একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে সীমান্তবর্তী এলাকায়। প্যাকেজ সিস্টেমে হচ্ছে পুরো কাজ। লক্ষ লক্ষ টাকার প্যাকেজের মাধ্যমে চলছে অনুপ্রবেশ। পুরোটাই সামলাচ্ছে সিন্ডিকেট। হাঁসখালির রামনগর, ওমরপুর, বড় সুপুরিয়া, ছোট সুপুরিয়া কাজ করছে নেটওয়ার্ক। কোনও ব্যক্তি ওপার থেকে এপারে কীভাবে আসবে, কোথায় থাকবে, কীভাবে ভারতীয় পরিচয়পত্র পাবে, নির্দিষ্ট পদ্ধিতিতে সব ব্যবস্থা করা হচ্ছে। ওপার থেকে এপারে আসার পর নিজেদের বাড়ি সহ বেশ কিছু জায়গায় আশ্রয় দিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা। অনুপ্রবেশকারীদরে নকল বাবা-মাও সাজছে তারা। এইভাবে জোগাড় হচ্ছে অনুপ্রবেশকারীদের ভারতীয় পরিচয়পত্র। অনেক ধৃতের পরিবারের দাবি, চাল ও গরুপাচারের সঙ্গে জড়িত ছিল ধৃতরা। এরা সকলেই এখন মানবপাচারকারী বলে দাবি পুলিশের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram