Bowbazar News: যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, ধৃতদের তোলা হল ব্যাঙ্কশাল আদালতে। ABP Annda Live

Continues below advertisement

Kolkata News: বউবাজারে (Bowbazar)ছাত্রাবাসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। মোবাইল চুরির অভিযোগে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠল আবাসিকদের বিরুদ্ধে। হস্টেলে পৌঁছেও প্রায় আধঘণ্টা ভিতরেই ঢুকতে দেওয়া হল না পুলিশকে। অবশেষে গুরুতর জখম অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত্যু হল যুবকের। এই ঘটনায় ১৪জনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানা। মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে এবার খুনের অভিযোগ সল্টলেকে । সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেরনাইটে চাঞ্চল্য । মোবাইল চুরির অভিযোগে মারধরে মৃত্যুর অভিযোগ । মৃত যুবকের নাম প্রসেন মণ্ডল । পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৩, হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তপ্ত নিউ মার্কেট। হকারদের বিরুদ্ধে হামলার অভিযোগে বিক্ষোভ ব্যবসায়ীদের। নিউ মার্কেট থানার সামনে হকার ও ব্যবসায়ীদের ধস্তাধস্তি। একদিকে হকার, আরেকদিকে ব্যবসায়ী, মাঝখানে পুলিশ। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram