Haridevpur : ভ্যাটের মধ্যে তার জড়ানো বস্তু, হরিদেবপুরে বোমাতঙ্ক !
রবিবার ছুটির দিনে হরিদেবপুরে বোমাতঙ্ক। ব্য়ানার্জিপাড়ার বকুলতলা মোড়ে আজ সকালে ভ্যাটের মধ্যে তার জড়ানো বস্তু দেখতে পান পুরসভার সাফাই কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় হরিদেবপুর থানার পুলিশ। তার জড়ানো বস্তুটিকে জলের বালতির মধ্যে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে।