Kolkata Metro : পুজোর কেনাকাটায় যেন ভাটা না পড়ে, শনি-রবিবার বাড়তি মেট্রো
Continues below advertisement
'আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি'...বাঙালি মাত্রেই এই 'বাজনা'টের পেতে শুরু করে দিয়েছেন। সঙ্গে শুরু হয়েছে প্রস্তুতি। দুর্গাপুজোর সাজগোজ বলে কথা। সে কথা মাথায় রেখে কলকাতা মেট্রোর ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরের পরিষেবায়, অর্থাৎ যে লাইন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যায়, তাতে কিছু বদলের কথা ঘোষণা কর্তৃপক্ষের। নতুন সূচি কার্যকরী হবে ২৩ সেপ্টেম্বর থেকে। বলবৎ থাকবে ১৫ অক্টোবর পর্যন্ত। এই মেয়াদের মধ্যে প্রতি শনি ও রবিবার পরিবর্তিত মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
পুজোর আগে শনি ও রবিবার বাড়ছে মেট্রো পরিষেবা । ২৩ ও ৩০ সেপ্টেম্বর, ৭ ও ১৪ অক্টোবর এই চারটি শনিবার বাড়ছে মেট্রো পরিষেবা । এই চারটি শনিবার আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৮৮টি মেট্রো রেল । ২৪ সেপ্টেম্বর ও ১, ৮ ও ১৫ অক্টোবর এই চারটি রবিবার আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৬৪টি মেট্রো রেল
Continues below advertisement