Kolkata Metro: নোয়াপাড়া স্টেশনে যান্ত্রিক ত্রুটি, কাজের দিনে, অফিস টাইমে বিঘ্নিত মেট্রো পরিষেবা

ABP Ananda LIVE : কাজের দিনে, অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। সকালে নোয়াপাড়া স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর জেরে বেশ কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে মেট্রো চালু হলেও এখনও স্বাভাবিক নয় পরিষেবা। 

আরও খবর... 

মহেশতলায় স্বামীকে খুঁজতে গিয়ে নার্সের খুনের ঘটনায় এবার গ্রেফতার স্বামী

মহেশতলায় স্বামীকে খুঁজতে গিয়ে নার্সের খুনের ঘটনায় এবার গ্রেফতার স্বামী। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মিলেছে একাধিক অসঙ্গতি। বিভিন্ন পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে নার্স শিল্পী বিবির স্বামী শেখ নাসির আলিকে গ্রেফতার করা হয়। ৫ জুলাই শনিবার মহেশতলায় বাড়ির কাছেই গলায় ওড়না পেঁচানো অবস্থায় নার্সের দেহ মেলে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে শ্বাসরোধ করে খুন বলে জানা যায়। ঘটনার পর মৃতের স্বামী দাবি করেন, মহরম উপলক্ষ্যে তিনি বাচ্চাদের নিয়ে বেরিয়েছিলেন। রাত ২টো পর্যন্ত ফোনে স্ত্রীর সঙ্গে কথাও বলেন তিনি। এরপর রাত আড়াইটে নাগাদ স্বামীর কাছে ফোন যায়, পাড়ারই একটি বাড়ির পিছনে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola