Kolkata Metro:অতিরিক্ত বৃষ্টি,পিলারে ফাটল,অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ গড়িয়া মেট্রো স্টেশন পরিষেবা

ABP Ananda live: গঠনগত কারণে একের পর এক পিলারে ফাটল। গতকাল দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পরিষেবা। এখন দক্ষিণেশ্বর থেকে ব্রিজি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। ২০১০-এর অক্টোবরে তৈরি হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। এর মধ্যেই প্ল্যাটফর্মের একাধিক পিলারে ফাটল ধরেছে। সারাতে কতদিন সময় লাগবে জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের দাবি, ওভারগ্রাউন্ড স্টেশন ও অতিরিক্ত বৃষ্টির জেরেই এই ফাটল দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, ১৫ বছরের মধ্য়েই কেন সমস্যা দেখা দিল? প্রতিদিন যে স্টেশনে এত মানুষের যাতায়াত, সেখানে পরিকাঠামোয় কীভাবে এমন ত্রুটি? প্রশ্নের মুখে মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ।

 

Kolkata News: প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? অন্তর্বর্তী উপাচার্যকে বেলাগাম আক্রমণে TMCP, 'জোর করে ঢুকে আন্দোলন', ছাত্রের বিরুদ্ধে FIR !

TMCP-র প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ঘিরে বিতর্ক। প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা? অন্তর্বর্তী উপাচার্যকে বেলাগাম আক্রমণে TMCP। অন্তর্বর্তী উপাচার্যের যোগ্যতা নিয়েই TMCP-র সাধারণ সম্পাদকের প্রশ্ন । অন্তর্বর্তী উপাচার্যকে ব্যক্তিগত আক্রমণে শাসক দলের ছাত্র নেতা। কলেজ স্কোয়ারে দেখা হতেই শিক্ষামন্ত্রীর কাছে নালিশ, দাবি ছাত্র নেতার। 'এসব কথার জবাব দেওয়া মানে চেয়ারের সম্মান নষ্ট করা', TMCP নেতা অভিরূপ চক্রবর্তীর আক্রমণের জবাব অন্তর্বর্তী উপাচার্যের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola