Kolkata Metro: বড় ঘোষণা, শেষ মেট্রো ছাড়বে কখন? জেনে নিন নতুন সময়।ABP Ananda Live

Kolkata Metro Update: রাত ১১টায় আর পাওয়া যাবে না শেষ মেট্রো। যথেষ্ট যাত্রী না হওয়ায় শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হল বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর ও নিউ গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। এর আগের মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০-এ। শেষ মেট্রোর সময় খোলা থাকবে না টিকিট কাউন্টার। শুধুমাত্র স্মার্ট কার্ড এবং UPI পেমেন্ট মোডে টিকিট কেটে যাতায়াত করতে পারবেন মেট্রো যাত্রীরা। ভোটের পর (Loksabha Election 2024) তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) দুই শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বই (Inner Clash) বারবার প্রকাশ্য়ে চলে আসছে। কলকাতায় তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, তৃণমূলের কাউন্সিলর। অন্য়দিকে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়েছেন বিজেপি কর্মীরা। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola