Money Recovered : মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে কোটি কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত
Continues below advertisement
মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে গতকালের ১৩ কোটির পর আরও ৫০ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, কোটি কোটি টাকা কলকাতা থেকে দুবাইয়ের ক্রিপ্টো এক্সচেঞ্জের একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এর পাশাপাশি, গাজিয়াবাদের যে বাড়ি থেকে প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডা আমির খানকে গ্রেফতার করে পুলিশ, সেই বাড়ির মালিককে গতকাল সিজিও কমপ্লেক্সে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে খবর, নেদারল্যান্ডসের বাসিন্দা ওই মহিলা দাবি করেন, তাঁর বন্ধুর সূত্র ধরে ওই যুবক এসে অসুস্থ বলে জানিয়ে কয়েকদিনের জন্য থাকতে চান।আজ ফের ওই মহিলাকে তলব করেছে ইডি।খবর সূত্রের।
Continues below advertisement
Tags :
Fraud Kolkata ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews MobileGamingApp Crptocurrency