ABP News

Kolkata Monk Rally: 'আমার বিরুদ্ধে অভিযোগ করে নিজেই মিথ্যাবাদী হয়েছেন', তোপ কার্তিক মহারাজের। ABP Ananda Live

Continues below advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যের প্রতিবাদে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রা। বাগবাজার মায়ের বাড়ি থেকে মিছিল যাবে বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিট পর্যন্ত। গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার স্ট্রিট, শ্যামবাজার হয়ে মিছিল যাবে বিধান সরণি হয়ে। সেই মিছিলে রয়েছেন কার্তিক মহারাজও (Kartik Maharaj)। এবিপি আনন্দের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কার্তিক মহারাজ এমন কোনও ডন নন। কার্তিক মহারাজ কোনও মস্তান নন। সাধারণ মানুষের ভালবাসায় কার্তিক মহারাজ। আমার বিরুদ্ধে অভিযোগ করে নিজেই মিথ্যাবাদী হয়েছেন।' তিনি আরও বলেন, 'কার্তিক মহারাজের বিরুদ্ধে বলেছেন বলেই আজ হাজার হাজার মানুষ পথে নেমেছে। তিরিশ বছর মুর্শিদাবাদে আছি। একজন এমএলএ বলছে, ভাগিরথীতে ভাসিয়ে দেব। কার্তিক মহারাজ চুপ করে বসে থাকবে না।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram