Kolkata Dengue: ডেঙ্গি মোকাবিলায় ব্য়র্থ কলকাতা পুরসভা! এই অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। ABP Ananda Live
ডেঙ্গি মোকাবিলায় ব্য়র্থ কলকাতা পুরসভা। এই অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ মিছিল। ফিরহাদ হাকিমের পদত্য়াগের দাবি। অন্য়দিকে, ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের ভূমিকাকে আক্রমণ শুভেন্দু অধিকারীর, 'ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্যের শীর্ষ প্রশাসনিক ব্যক্তিদের মন্তব্য রীতিমত উদ্বেগজনক'।'বোঝা যাচ্ছে না ওনারা এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন কেন','বিষয়টিকে লঘু করার জন্য নাকি নিজেদের অপদার্থতা, প্রস্তুতিহীনতা ঢাকতে ?','স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য হয়তো বিএসএফ-এর ঘাড়ে দোষ ঠেলে দেওয়া','কেন বিএসফ ভারত-বাংলাদেশ সীমান্তে মশার অনুপ্রবেশ ঠেকাতে পারছে না ','পঞ্চায়েত বোর্ডে গঠন না হওয়ায় স্বাস্থ্য দফতর কাজ করতে পারছে না এটা বিস্ময়কর','সরকারি হাসপাতালে ডেঙ্গু কিটের আকাল কি পঞ্চায়েত প্রধানরা টেন্ডার ডেকে মেটাবেন ?','সম্মানীয় মহানাগরিক আবার অর্থনীতিবিদ হয়ে উঠেছেন','আর্থ-সামাজিক বিশ্লেষণ করে সমস্যার সন্ধান পেলেও সমাধানের খোঁজ পেলেন না',ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ট্যুইটে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।