Kolkata News: জবরদখল রুখতে তৎপর হল কলকাতা পুরসভা।মাদুরদহে সাইনবোর্ড লাগিয়ে চলল সরকারি জমি চিহ্নিতকরণ
ABP Ananda LIVE: খাস কলকাতায় জবরদখল রুখতে তৎপর হল কলকাতা পুরসভা। মাদুরদহে প্রায় ৭৪ একর সরকারি জমিতে সাইনবোর্ড লাগিয়ে চলল সরকারি জমি চিহ্নিতকরণ। তৃণমূল সরকারের আমলে অবাধে প্রোমোটারি রাজ ও লুঠের রাজত্ব চলছে বলে কটাক্ষ করেছে বিজেপি। প্রশাসন প্রশাসনের কাজ করছে। বললেন ফিরহাদ হাকিম।
আরও খবর...
ভারত-বিদ্বেষের মধ্যেই আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান। পাক নাগরিকদের অবাধ ভিসা ঘোষণার পর এবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত। 'বাংলাদেশ-পাকিস্তান সরাসরি উড়ান পরিষেবা চালু হলে দু'দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে'। দাবি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের। আগেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার বাড়ি গিয়ে বৈঠক পাক হাই কমিশনারের।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে মহম্মদ ইউনূস। ইউনূসের সামনে দাঁড়িয়েই সন্ন্যাসীর মুক্তির দাবিতে সরব বাংলাদেশের কবি। কেন গ্রেফতার করা হল সন্ন্যাসীকে? ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মজহারের। 'আমি চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেছি, তাঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি'। 'সন্ন্যাসীর কোনও মন্তব্যের ভিন্নমত থাকতেই পারে'। কেন গ্রেফতার করা হল? আইনি ভিত্তি কী? ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট ফরহাদ মজহারের।