Kolkata : নারকেলডাঙার শিবতলা লেনে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, নিহত তরুণীর শরীরে মিলল আঘাতের চিহ্ন!

Continues below advertisement

ABP Ananda LIVE : নারকেলডাঙ্গা থানা এলাকার শিবতলা লেনে এই ঘর, নারকেলডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা বাড়ি সিল করে দিয়েছেন। এখানেই থাকতেন ২২ বছরের পুষ্পা কুমারী। বাবার সঙ্গে থাকতেন। কিছুদিন আগে তিনি গ্রাম থেকে এসেছিলেন, এমনই প্রতিবেশীরা জানাচ্ছেন। গত পরশুদিন দুপুরবেলা একজন বাচ্চা যখন এই ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে, তখনই সে দেখে যে পুষ্পা কুমারী, ২২ বছরের তরুণী, সে খাটে শুয়ে আছে, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। এরপরই প্রতিবেশীদের খবর দেয়। সেখান থেকে পরিবারের সদস্যরা, বাবা খবর পান। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তার গলায় একটা ইনজুরি মার্ক ছিল। এরপর গতকাল ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তে ফরেন্সিক মেডিসিনের যারা চিকিৎসক, তারা জানান, খুন করা হয়েছে এই ২২ বছরের তরুণীকে এবং ইতিমধ্যেই নারকেলডাঙ্গা থানায় খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। পুলিশ আধিকারিকরা পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ সেগুলো সংগ্রহ করেছে। প্রতিবেশীরা যেটা বলছেন যে, ওই তরুণীর ভাই সে শেষবার এই বাড়িতে ঢুকেছিল এবং সে পিঠে একটা ব্যাগ নিয়ে এসেছিল, এটা প্রতিবেশীরা দেখেছিল, কিন্তু তারপর আর কাউকে তারা ঢুকতে দেখেনি। পুলিশ আধিকারিকরা গোটা বিষয়টা, আশেপাশের যে সমস্ত তথ্য-প্রমাণ এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola