
Kolkata News: গড়ফায় বাড়ির সামনে তরুণীর শ্লীলতাহানি। পুলিশের সামনেই অ্যাসিড হামলার হুমকির অভিযোগ
ABP Ananda Live: শহরে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টার অভিযোগ। গড়ফা থানায় তরুণীর লিখিত অভিযোগ। কুকুরকে খাইয়ে বাড়ি ফেরার সময় তরুণীকে 'কটুক্তি'। প্রতিবাদ করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ। অভিযুক্ত যুবক ও তার পরিবার চড়াও হয় বাড়িতে, দাবি অভিযোগকারিণীর।
'হাসিনার আমলে বিরোধিতা করলেই রাখা হত এই টর্চার সেলে..', ভয়াবহ সেই 'আয়নাঘরে' প্রবেশ ইউনূসের
একদিকে যখন নারী নির্যাতন বন্ধের লক্ষ্য়ে একজোট সকলেই, তখন মহম্মদ ইউনূসের জমানায়, বাংলাদেশে হিনদুদের ওপর অকথ্য় নির্যাতনের ছবি ইতিমধ্য়ে সামনে এসেছে।বেছে বেছে হামলা চালানো হয়েছে বাড়ি-ঘর, দোকানপাটে। যার তীব্র নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব।
পাশাপাশি বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট চরমে। যখন যা ইচ্ছা তাই করছে তারা। হিন্দুদের ওপর আক্রমণ করছে। আবার মাজারও ভাঙছে!কখনও বাংলাদেশের মহিলা ফুটবল টিমের খেলা বন্ধ করে দিচ্ছে। কখনও অভিনেত্রীদের শো রুম উদ্বোধন জোর করে বন্ধ করে দিচ্ছে এই মৌলবাদীরা রীতিমতো সোশাল মিডিয়ায় ঘোষণা করে, ক্রেন-বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে। আগুন দিচ্ছে। লুঠ করছে। শেখ হাসিনার বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। বাংলাদেশজুড়ে আওয়ামি লিগ নেতাদের বাড়িতে হামলা করছে ।