Kolkata Accident News: ফের শহরে পথ দুর্ঘটনা, ভিআইপি রোড বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
ABP Ananda Live: ফের শহরে পথ দুর্ঘটনা, ভিআইপি রোড বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। বাঙুর অ্যাভিনিউয়ের কাছে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। উল্টোডাঙার দিকে যাচ্ছিল বাইকটি, চালকের মাথায় হেলমেট ছিল না, দাবি প্রত্যক্ষদর্শীদের। পিছন থেকে বাইকে ধাক্কা বাসের। বাসটিকে আটক করেছে লেকটাউন থানার পুলিশ।
১৪ এপ্রিল অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়ের শোনপুর বাজার। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি আক্রান্ত হন পুলিশকর্মীও। রবিবার, ISF-এর বিরুদ্ধে আগুন-ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে শোনপুর বাজারে প্রতিবাদ সভা করে তৃণমূল। সভা থেকে, একদিকে বিজেপিকে দাঙ্গাবাজ আক্রমণ। অন্যদিকে মুর্শিদাবাদ দাঙ্গার নেপথ্যে বিজেপি আইএসএফের হাত রয়েছে বলে অভিযোগ তুলল তৃণমূল। যদিও তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ আইএসএফ ও বিজেপি। সায়নী ঘোষ এদিন বলেন, আইনি লড়াই আমরা লড়ছি। আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, সকল মুসলিম ভাইদের প্রতি, সকল মুসলিম মা-বোনেদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। আমরা তাঁদের পাশে আছি। আর যেখানে, যাই হয়ে যাক না কেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কোনওভাবে লাগু হবে না।'