Acropolis Fire Brokeout: ভেন্টিলেশন চালু রাখতে শপিং মলের কাঁচ ভাঙল দমকলকর্মীরা | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কসবায় ২১ তলা অ্যাক্রোপলিস মলে আগুন । অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলে আগুন । ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, আনা হয়েছে ২টি স্কাই ল্যাডার । ধোঁয়ায় ঢাকল গোটা মল, অক্সিজেন মাস্ক পরে মল খালি করল দমকল । কাচ ভেঙে ভিতরের ধোঁয়া বার করল দমকল । মলকর্মী ও মলের ভিতরের বিভিন্ন অফিসের কর্মীদের বাইরে বার করা হল । কর্মীদের বাইরে বার করে গীতাঞ্জলি স্টেডিয়ামে আনা হয়েছে । অ্যাক্রোপলিস মলের বাইরের এলাকা ধোঁয়ায় ঢেকেছে । বাইরে বেরনোর সিঁড়ি খালি নেই, আবর্জনা ভর্তি, নামতে অসুবিধা হচ্ছে, অভিযোগ মল কর্মীদের । ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে বাধা

লোকসভা ভোটে(loksabha election) তমলুক (Tamluk)কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। নন্দীগ্রাম (Nandigram)বিধানসভায় বিজেপির লিড ৮,২২৭ ভোটের। হারের দায় নিয়ে পদত্যাগ করলেন নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা। আগামী দিনে দলকে ঝাড়াই বাছাই করা হোক, দাবি পদত্যাগী ব্লক যুব তৃণমূল সভাপতির। ও যথেষ্ট পরিশ্রম করেছে, পদত্যাগ করতে হলে অন্য নেতারা করুক, মন্তব্য শেখ সুফিয়ানের। অনেক তৃণমূল নেতাই যোগাযোগ রেখেছে, কী হয় দেখতে থাকুন, দাবি বিজেপির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola