Kolkata News: ৫ মাসের মধ্যে ফের কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড, আতঙ্ক
ABP Ananda Live: ৫ মাসের মধ্যে ফের কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। বেলা পৌনে ১১টা নাগাদ মলের চারতলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায় । আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। মলের অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। মলের একদিক বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে ১৪ জুন, অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। সেবারও ফুড কোর্ট থেকেই আগুন লাগে বলে জানা যায়। হাইড্রলিক ল্যাডার এনে কাচ ভেঙে আগুন নেভাতে হয় দমকল কর্মীদের। বারবার আগুন লাগায় এই মলের অগ্নি সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল।
কসবাকাণ্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত গুলজারের । 'দুবাইয়ে কাজ করে উপার্জন করা টাকায় কসবায় গোডাউন কেনে গুলজার' । '২০১১-১২ সালে সুশান্ত ঘোষের এলাকায় কেনা হয় গোডাউন' । 'কাউন্সিলরের অনুগামীরা সেই গোডাউন দখল করে নেয়' । 'বারবার অনুরোধের পরেও কষ্টের টাকায় কেনা সেই গোডাউন উদ্ধার করা যায়নি' । 'হতাশ হয়েই মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ' । 'সুশান্তর উপরে হামলার জন্য ইকবালই অস্ত্র ও লোক সাপ্লাই দেয়' । পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি ধৃত গুলজারের: সূত্র । 'মুঙ্গের থেকে অস্ত্র এসেছে, তদন্তের স্বার্থে পুলিশকে মুঙ্গেরে যেতে হবে' । 'শুধু গুলজার নয়, হামলার সঙ্গে আরও অনেকে জড়িত' । গুলজারের পুলিশ হেফাজত চেয়ে সওয়াল সরকারি আইনজীবীর । ২৯ নভেম্বর পর্যন্ত ধৃত গুলজারের পুলিশ হেফাজত।