
Kolkata News: গতকালের পর আজও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্য়াম্পাসে বিক্ষোভ TMCP-র
ABP Ananda Live: গতকালের পর আজও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্য়াম্পাসে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্য়পাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যর ঘরে তালা লাগিয়ে দিলেন শাসকদলের ছাত্র সংগঠনের সদস্যরা। উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেবেন না, তাঁকে অপসারণ করতে হবে, এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি। কর্ণাটক
হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তৃণমূল ছাত্র পরিষদ ও অধ্যাপক সংগঠনের অভিযোগ, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্য়ালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্য়ায় কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে বিশ্ববিদ্য়ালয়ের কাজকর্মে শৃঙ্খলা নষ্ট করছেন। তাঁকে দ্রুত অপসারণ করতে হবে। এই দাবিতে গতকালও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো হয়।
হাওড়া থেকে কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ সকাল সকাল। সাতসকালে নবান্নের কাছে কন্টেনার উল্টে বিপত্তি। আর তার জেরেই দীর্ঘক্ষণ আটকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তা। অসুবিধার মুখে পড়েছেন বহু নিত্যযাত্রী।
মঙ্গলবার সকালেরই রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ায় একটি কন্টেনার। এমন ভাবে গাড়িটি রাস্তা আটকে দেয়, যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার হন স্কুলপড়ুয়া থেকে অফিস যাত্রীরা। ভোরে শিবপুর মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার লেনে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি উল্টে যায়। এর ফলে যে অ্যাপ্রোচ রোড দিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরতে হয়, তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্রেনের সাহায্যে কন্টেনার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে শিবপুর থানার পুুলিশ।