Kolkata Air Pollution: শীত পড়তেই দূষণ দৌড়। দিল্লিকে পাল্লা দিচ্ছে কলকাতা?
ABP Ananda Live: দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি, রাজধানীতে দূষণের মাত্রা ৫০০ ছুঁইছুঁই। দূষণ-দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়েছে। তুলনামূলকভাবে যেখানে সবুজ বেশি, সেই ফোর্ট উইলিয়ামে দূষণের মাত্রা ২২৭। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ ১৮৬। শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকাতেও দূষণ-মাত্রা ১৩৯। শহরে দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি।
আরও খবর, গুলশন কলোনির বিতর্ক জমি পরিদর্শনে এলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। বেশ কিছু বিতর্কিত জমি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। মাটি খোঁড়া যন্ত্র এনে ভরাট হওয়া বেশ কিছু জমি ফের খোঁড়ার কাজ চলছে। ফের সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র। মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। অভিযোগ, সহজে রোগী ভর্তির টোপ দিয়ে বেসরকারি ল্যাবে রক্তের বিভিন্ন পরীক্ষা করানো হয়।