Kolkata News: গভীর রাতে চালককে বেধড়ক মারধর করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গভীর রাতে চালককে বেধড়ক মারধর করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষকৃতীদের বিরুদ্ধে। বারাসাতের কাজিপাড়ার বাসিন্দা, অ্যাপ ক্যাব চালকের দাবি, রবিবার দুপুরে শ্যামবাজার থেকে তারাপীঠ যাওয়ার জন্য গাড়িতে ওঠেন ৩ যুবক । গভীর রাতে ফেরার পথে শক্তিগড় পেরোতেই ভুল রাস্তায় যাচ্ছেন বলে চালককে বিভ্রান্ত করেন তাঁরা। গাড়ির গতি কমাতেই তিন যুবক পিছন থেকে গলায় ফাঁস লাগিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ চালকের। ৩টি এটিএম কার্ড, মোবাইল ফোন, টাকা, নথি-সহ গাড়ি ছিনতাই করে পালায় তিনজন। গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার করা হয় অ্যাপ ক্য়াব চালক আমজাদ আলি গাজিকে। শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও গাড়িটি উদ্ধার করা যায়নি।