ABP News

Kolkata News: কলকাতায় অস্ত্র পাচারের এপিসেন্টার? গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার

Continues below advertisement

 Kolkata Update:: শিয়ালদাই কি কলকাতায় অস্ত্র পাচারের এপিসেন্টার? আড়াই মাসের মধ্যে ফের অস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার। কাদের পাচার? জেরা পুলিশের। 

সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিলের সওয়াল বিকাশরঞ্জনের, কী বললেন প্রধান বিচারপতি ? কোন পথে চাকরি বাতিল মামলা? 

 

'নিয়োগ দুর্নীতির স্পনসর রাজ্য সরকার। পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি।' সোমবার SSC-র ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এভাবেই সওয়াল করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি পর্বে একাধিক বিষয় তুলে ধরেন বিকাশরঞ্জন। তাঁর প্রশ্নের পরিপ্রেক্ষিত প্রধান বিচারপতি প্রশ্ন করেন, 'আপনি বলতে চাইছেন পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছে।' এর উত্তরে বিকাশরঞ্জনের সওয়াল, 'মন্ত্রীর মেয়ে এভাবেই চাকরি পেয়েছিলেন, কোর্ট টাকা ফেরাতে বলেছিল।' এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উদাহরণ হিসাবে তুলে ধরেন, 'একজন পরীক্ষার্থী রুদ্রপ্রসাদ ভট্টাচার্যের ওএমআর শিটে দেখা যাচ্ছে ২৩ পেয়েছিলেন। কিন্তু এসএসসি-র সার্ভার দেখাচ্ছে সেই পরীক্ষার্থী পেয়েছেন ৫৩ নম্বর। প্যানেলের সময়সীমা শেষ হওয়ার পরেও ২ জন পরীক্ষার্থীকে চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram