ABP News

Arms Recovered : অস্ত্র পাচারের এপিসেন্টার মালদা, সেফ করিডোর শিয়ালদা ? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda LIVE : অস্ত্র পাচারের এপিসেন্টার মালদা ? শিয়ালদার ঘটনাতেও মালদা যোগ ! ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। শিয়ালদা স্টেশনে অস্ত্র সহ ধৃত এক ব্যক্তি। তার নাম হাসান শেখ। কিছুদিন আগে শিয়ালদা স্টেশন চত্ত্বর থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র। বারবার এই ঘটনায় প্রশ্নের মুখে শহর কলকাতার নিরাপত্তা। বিহার থেকে অস্ত্র পাচারের ছক ? উঠছে প্রশ্ন।

 

 হুমায়ুন কবীরকে শোকজ, শোকজের জবাব নিয়ে বৈঠক বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির ।  সূত্রের খবর, ভরতপুরের তৃণমূল বিধায়কের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি।দলের শৃঙ্খলাভঙ্গ করিনি, শুভেন্দু নিয়ে মন্তব্য দলের ব্যাপার নয়, জাতের ব্যাপার, শোকজের জবাব উল্লেখ হুমায়ুন কবীরের। এই বক্তব্যেই আপত্তি বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির। একজন বিধায়ক কখনও নিজেকে কোনও জাতের প্রতিনিধি হিসাবে তুলে ধরতে পারেন না, এই ধরণের মন্তব্য সংবিধান বিরোধী বলে মনে করছে শৃঙ্খলারক্ষা কমিটির। যদিও  'ঠুসো' মন্তব্য প্রসঙ্গে হুঙ্কার হুমায়ুন কবীরের। বললেন, 'শো কজে আমি ভয় পাই না'!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram