Kolkata News: ফের কলকাতায় আগ্নেয়াস্ত্র তৈরির জন্য লাইসেন্স চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩
ABP Ananda LIVE: ফের কলকাতায় আগ্নেয়াস্ত্র তৈরির জন্য লাইসেন্স চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩ । ভুয়ো লাইসেন্স বানিয়ে নিরাপত্তারক্ষীর চাকরি দেওয়া হত, পুলিশ সূত্রে খবর । বেশ কয়েকটি অস্ত্রের সন্ধান মিলেছে, অস্ত্রের লাইসেন্স আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে । চক্রে আরও কারা জড়িত, খতিয়ে দেখছে কলকাতা পুলিশের এসটিএফ
আরও খবর....
IIM জোকায় ধর্ষণের অভিযোগ, CC ফুটেজ চাইল পুলিশ। ক্যাম্পাসের সমস্ত CC ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ। রাস্তায় লাগানো CC ক্যামেরার তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে: সূত্র। ক্যাম্পাসের কোথায় কোথায় গিয়েছিলেন তরুণী, জানতে চায় পুলিশ। মনোবিদকে কে নিয়ে গেছিলেন, জানার চেষ্টা পুলিশের। হস্টেলের যে ঘরে নির্যাতনের অভিযোগ, সেই রুম সিল। ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞদের। জোকার IIM ক্যাম্পাসে 'ধর্ষণ', তদন্তে সিট গঠন পুলিশের। ৯ সদস্যের সিট গঠন রাজ্য পুলিশের। অভিযুক্তের পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকো লিগাল টেস্ট করানো হবে: সূত্র। IIM জোকায় কাউন্সেলিং করতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ। বেহুঁশ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার IIM জোকার পড়ুয়া।