Kolkata News: বাঘাযতীনের ক্লাবে তাণ্ডবের ঘটনায় এখনও ফেরার মূল অভিযুক্ত। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বাঘাযতীনে ক্লাবে তাণ্ডব, ক্লাব সদস্যদের মারধরের ঘটনায় গ্রেফতার ৩। মূল অভিযুক্ত প্রণব মিস্ত্রি ওরফে রিন্টু এখনও অধরা। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বার্তা কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের । বাংলার ফুটবল ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আর জি কর-কাণ্ডে একজোটে প্রতিবাদের পর তৃণমূলপ্রার্থীর সমর্থনে ময়দানের ৩ প্রধানের কর্তা! নৈহাটির তৃণমূল প্রার্থীর সমর্থনে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডান। ময়দানের ৩ প্রধানের সমর্থন বার্তা পোস্ট তৃণমূল কংগ্রেসের। নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে বার্তা রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থারওসোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট তৃণমূল কংগ্রেসের।  'আমার কোনও কথা শোনেনি। আমাকে ফাঁসানো হয়েছে।আমার নামে সব দোষ দেওয়া হচ্ছে। আমি ধর্ষণ-খুন করিনি। আমাকে বলতে দেওয়া হয়নি, আমাকে নীচে নামিয়ে দেওয়া হল। আমি পুরোপুরি নির্দোষ আমায় ফাঁসানো হয়েছে', মন্তব্য সঞ্জয়ের। ৮৭ দিন পার, এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত শেষের দাবিতে ফের সিজিও কমপ্লেক্স অভিযান। 'সিটিজেন্স ফর জাস্টিস' ব্যানারে সিবিআই দফতর অভিযানে মহিলারা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram