Baguihati Incident: বাগুআটিতে প্রোমোটারের উপর হামলায় পুলিশকে নির্দেশ হাইকোর্টের। ABP Ananda Live

ABP Ananda Live: 'সত্য সামনে আনতে যেভাবে তদন্ত দরকার, সেভাবেই এগোতে হবে'। 'যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের ভূমিকা খতিয়ে দেখতে হবে'। বাগুআটিতে প্রোমোটারের উপর হামলায় পুলিশকে নির্দেশ হাইকোর্টের। ৫০ লক্ষ টাকা তোলা দাবি, ২৩ লক্ষ দেওয়ার পরেও প্রোমোটারকে মার। ২ মাস পার, এখনও অধরা প্রোমোটারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। 

 

'কোনও বিবেকসম্পন্ন মানুষের পক্ষে সম্ভব নয়', অভয়ার বাবা-মাকে আক্রমণে উল্টো সুর তৃণমূলের অন্দরেই !

'তাঁদের বিরুদ্ধে কোনও কথা বলা বিবেকস্মপন্ন কোনও মানুষের পক্ষে সম্ভব নয়।' অভয়ার পরিবারকে একযোগে তৃণমূলের একাধিক শীর্ষ নেতার বেলাগাম আক্রমণের এবার উল্টো সুর শোনা গেল হুমায়ুন কবীরের মুখে। অভয়ার বাবা-মাকে আক্রমণ করাকে 'মোটেই সমর্থন করেন না' বলে স্পষ্ট জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। কার্যত কুণাল ঘোষ, মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের ভিন্ন সুরে কথা বললেন তিনি।

এ প্রসঙ্গে হুমায়ুন বলেন, "আমি এক সন্তানের বাবা। আমারও মেয়ে আছে। কাজেই, সেই সন্তানহারা যে বাবা-মা তাঁরা কখনো কখনো তাঁদের স্ট্যান্ড পরিবর্তন করছেন, এনিয়ে আমি কোনও কথা বলতে চাই না। বরঞ্চ সেই বাবা-মায়ের প্রতি আমার শ্রদ্ধা-সহানুভূতি থাকবে।" তৃণমূলের বিভিন্ন নেতার অভয়ার বাবা-মাকে আক্রমণ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "এসবগুলো মোটেই উচিত নয়। যাঁরা বলছেন তাঁদের উচিত, আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দেওয়া উচিত।" বাবা-মাকে সরাসরি আক্রমণ করাকে সমর্থন করেন ? উত্তরে তৃণমূল বিধায়ক সরাসরি বলেন, "মোটেই না। কারণ, একজন সন্তানহারা বাবা-মাকে আমরা সান্তনা দেওয়া ছাড়া, তাঁদের বিরুদ্ধে কোনও কথা বলা বিবেকস্মপন্ন কোনও মানুষের পক্ষে সম্ভব নয়।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola