Kolkata News: বড়বাজারে হোটেলে আগুন, ইন্টিরিয়র ডেকোরেশনের ঠিকাদার গ্রেফতার

ABP Ananda Live: বড়বাজারে হোটেলে আগুন, ইন্টিরিয়র ডেকোরেশনের ঠিকাদার গ্রেফতার।  পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোড থেকে গ্রেফতার খুরশিদ আলম। বড়বাজারে অগ্নিকাণ্ড, প্রতিবাদে বিজেপি। শহরে পর পর অগ্নিকাণ্ড, জোড়াসাঁকো থানায় প্রতিবাদ বিজেপির। বিজেপি সদর দফতর থেকে জোড়াসাঁকো থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল বিজেপির। জোড়াসাঁকো থানার বাইরে বিক্ষোভ বিজেপির। ব্যারিকেড করে বিজেপির মিছিলে বাধা পুলিশের। 

এবার শক্তিপ্রদর্শন বায়ুসেনার, প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান 

পহেলগাঁও-এ ২৫ জন নিরীহ হিনদুকে খুনের পর ক্ষোভে ফুঁসছে দেশ। এর মধ্যেও থামছে না পাক উস্কানি। সিনধুু দিয়ে হয় জল বইবে, না হয় রক্ত। হামলা করলে আবার যুদ্ধের জন্য তৈরি। পুরনো সুরেই ফের একবার ভারতকে হুঁশিয়ারি দিতে শোনা গেল পাকিস্তান পিপল্ স পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টোকে। পাকিস্তানের ওপর প্রত্য়াঘাতের দাবি যেমন ক্রমশ জোরাল হচ্ছে, তেমন জঙ্গিদের খুঁজে বার করতেও চলছে লাগাতার অভিযান। বৃহস্পতিবারই বৈসরনে পৌঁছে যান NIA-র ডিজি। যেখানে জঙ্গিরা হত্য়ালীলা চালিয়েছিল, সেই জায়গা ঘুরে দেখেন তিনি। ১১৬ নম্বর CRPF ক্যাম্পে এসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন NIA-র ডিজি। সূত্রের দাবি, থ্রি ডি ম্যাপিং, ফরেনসিক তথ্য়প্রমাণ সংগ্রহ ও হামলার পুনর্নির্মাণ করে NIA জানার চেষ্টা করছে, জঙ্গিরা কোন পথে এসেছিল? হামলার পর কোন পথে পালিয়েছে? গোয়েন্দা সূত্রে দাবি, এই মুহূর্তে কাশ্মীরের মোট ১৪ জন জঙ্গি সক্রিয় রয়েছে, যারা পাক জঙ্গিদেরকে মদত জুগিয়েছিল। প্রত্যেকের বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে। পাকিস্তানের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ রয়েছে এদের। সূত্রের দাবি, NIA-এর হাতে ১৪ জন জঙ্গির তালিকা ইতিমধ্য়ে পৌঁছে গেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola