Kolkata News: সবুজ মন- স্পেশাল আর্ট এন্ড ক্রাফ্ট গ্রুপের তরফে আয়োজিত হল বার্ষিক প্রদর্শনী
Continues below advertisement
ABP Ananda Live: কেউ রঙে রঙে সাজিয়ে তুলেছেন ক্য়ানভাস। তো কেউ যৎ সামান্য় জিনিস দিয়ে তৈরি করেছে গণেশ। প্রত্য়েক বছরের মতো এই বছরও সবুজ মন- স্পেশাল আর্ট এন্ড ক্রাফ্ট গ্রুপের তরফে আয়োজিত হল বার্ষিক প্রদর্শনী।কেউ বোতল কেটে তৈরি করেছেন গণেশ, কারও আবার শালপাতা দিয়ে তৈরি হাতের কাজ দেখার মতো। কেউ আবার ক্য়ানভাসেই ফুটিয়ে তুলেছে নিজের ভাবনা। কারও আবার মুখে একগাল হাসি...গলায় গান এভাবেই আনন্দ, আর রঙের খেলা নিয়ে আয়োজিত হল 'সবুজ মন ২৫'। সবুজ মন- স্পেশাল আর্ট এন্ড ক্রাফ্ট গ্রুপের তরফে অটিজম আক্রান্ত এবং বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে বেহালা বাণীতীর্থ গার্লস হাই সকুলে আয়োজন করা এই বার্ষিক প্রদর্শনীর। গতবছর বঙ্গীয় সঙ্গীত পরিষদ দ্বারা আয়োজিত আঁকার পরীক্ষায় অংশগ্রহণ করা শিশুদের এদিন সার্টিফিকেট দেওয়া হয়।
Continues below advertisement